প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ
বিরামপুরের ৬নং ওয়ার্ডে নৌকার গণসংযোগ

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি– আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সমর্থন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো এবারেও দলীয় মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক এর পক্ষে বিরামপুর পৌরসভা এলাকার সারাঙ্গপুর, প্রস্তমপুর, দয়েরপাড়, হাবিবপুর রামপুরা পর্যন্ত বাড়ি বাড়ি নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর মেয়র আককাস আলীর নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক পৌরসভার প্যানেল মেয়র ডাঃ ওবায়দুল মিনহাজ, সাংবাদিক রায়হান কবির চপল, পৌর ছাত্রলীগ সভাপতি মোস্তাকিম হোসেন সহ আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
জানতে চাইলে পৌরমেয়র আককাস আলী পজিটিভ বিডি নিউজ ২৪ ডটকম কে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ভিশন-২০৪১ বিনির্মাণে ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় বাড়ি বাড়ি সবার নিকট ভোট প্রার্থনা করছি। এমপি শিবলী সাদিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থী। আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করায় আমাদের লক্ষ্য। আত্মবিশ্বাস আছে বিপুল ভোটে জনগণ আবারো আমাদের নির্বাচিত করবে”।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.