
বিরামপুরের চাঁদপুরে নৌকার গণসংযোগ

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি– আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সমর্থন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো এবারেও দলীয় মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক এর পক্ষে বিরামপুর পৌরসভা এলাকার চাঁদপুরে বাড়ি বাড়ি নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
৩ জানুয়ারি ২০২৪ বুধবার দুপুরের পর পৌর মেয়র আককাস আলীর নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আওয়ামী লীগের নেতা খলিলুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন টিটু, পৌর ছাত্রলীগ সভাপতি মোস্তাকিম হোসেন সহ আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
গণসংযোগে নেতৃবৃন্দ এলাকার প্রত্যেক দুয়ারে দুয়ারে নৌকা মার্কার লিফলেট ভোটারদের হাতে তুলে দিয়ে আগামী ৭ তারিখ রবিবার নির্ভয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটি নৌকা মার্কায় সিল মেরে এমপি শিবলী সাদিক কে হাট্রিক অর্জন করিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটভিক্ষা করেন।
৫১ Views