সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ জানুয়ারি হবে ভোট উৎসব: কামরুল ইসলাম

৭ জানুয়ারি হবে ভোট উৎসব: কামরুল ইসলাম

পজিটিভ বিডি  নিউজ ২৪ডট কম (ঢাকা): আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি হবে ভোট উৎসব। ঐদিন মানুষ দলে দলে ভোট দিতে যাবে।
আজ বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আমরা বিএনপিকে দেখিয়ে দিতে চাই জনগণ বিএনপির সাথে নেই, জনগণ আওয়ামী লীগের সাথেই আছে।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, সিনিয়র সহসভাপতি শফিউল আজম খান বারকু প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, ২৮ অক্টোবর বিএনপি আগুন সন্ত্রাস করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। এখন তারা ভোট বর্জনের লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু তারা এই কর্মসূচিতে ব্যর্থ হয়েছে।
নির্বাচনী প্রচারণার সর্বশেষ এই মিছিলটি কোনাকোলা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে রামের কান্দা ইস্পাহানি ডিগ্রী কলেজ, কলাতিয়া হয়ে ঘাটার চর মডেল থানা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।

৩৫ Views
CATEGORIES
Share This

COMMENTS