বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে নৌকার গণসংযোগে পৌর মেয়র আককাস

বিরামপুরে নৌকার গণসংযোগে পৌর মেয়র আককাস

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি– আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সমর্থন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো এবারেও দলীয় মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক এর পক্ষে বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী বিরামপুর মোটর পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যদের নিয়ে ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে পৌরশহরের বিভিন্ন স্থান; ঢাকামোড়, নতুনবাজার, স্টেশন রোড, চালহাটি মোড় এলাকায় বিপনীবিতানে ক্রেতা-বিক্রেতাদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শীবেষ কুন্ডু, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, মোটর পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বাবুল্লা, সাধারণ সম্পাদক মুকুল সরকার, ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নূর আলম, ক্রীড়া ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা মুরাদ ইসলাম প্রমুখ।

বিরামপুর পৌরশহরে হাট-বাজারের অবকাঠামো উন্নয়ন সহ প্রথম শ্রেণির নান্দনিক মডেল পৌরশহর গড়ার অঙ্গীকার ব্যক্ত রেখে সবার নিকট নৌকা মার্কায় ভোট চেয়ে সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক কে তৃতীয় বারের মতো জয়লাভ করার জন্য সবার নিকট ভোট প্রার্থনা করেন।

৫৩ Views
CATEGORIES
Share This

COMMENTS