প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৫:৩২ পূর্বাহ্ণ
বিরামপুরের খানপুরে নৌকার প্রার্থী শিবলীর পথসভা

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি– আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সমর্থন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো এবারেও দলীয় মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক ২৯ ডিসেম্বর শুক্রবার ২০২৩ দপুর ২ টায় থেকে রাত পর্যন্ত নৌকা মার্কায় ভোট চেয়ে বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে নির্বাচনি পথসভা করেছেন।
এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শীবেষ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সেলিম রানা, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ ও আওয়ামী লীগের নেতাকর্মী।
সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক তাঁর বক্তব্যে বলেন, অসমাপ্ত রাস্তাগুলো পাকাকরণ সহ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আমাকে আবারো নৌকা মার্কায় প্রত্যেকেই একটি করে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার বির্নিমানে ভোট প্রার্থনা করছি।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.