
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে : এমপি শিবলী সাদিক

স্টাফ রিপোর্টার :বিরামপুর উপজেলার অন্যতম বৃহৎ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা বুধবার ২৭ ডিসেম্বর দুপুরে সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শিবলী সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী ও সমিতির সাধারণ সম্পাদক লাভলী বেগম।
এতে আরো উপস্থিত ছিলেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নারু গোপাল কুন্ডু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমূখ। বক্তাগণ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন এবং এই এলাকার ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শিবলী সাদিককে বিজয়ী করার আহবান জানান।
৪৭ Views