
বিরামপুরে শ্রমিক ঐক্য জোটের সঙ্গে নৌকার প্রার্থী শিবলীর উঠান বৈঠক

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী শিবলী সাদিক বিরামপুর উপজেলার শ্রমিক ঐক্য জোটের সমন্বয় আয়োজিত সকল শ্রমিকদের সঙ্গে উঠান বৈঠক করেছেন।
২৩ ডিসেম্বর-২০২৩ শনিবার বৈকাল ৪ টায় সংগঠনটি সাধারণ সম্পাদক মুকুল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩য় বারের মতো নৌকার এমপি প্রার্থী শিবলী সাদিক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শীবেষ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
৪৮ Views