সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমজী ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৫.৫ কোটি ডলার বিনিয়োগ

আদমজী ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৫.৫ কোটি ডলার বিনিয়োগ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। বেপজাধীন ইপিজেডসমূহের মধ্যে এটি হতে যাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপের নবম প্রতিষ্ঠান। বর্তমানে এই গ্রুপের আটটি প্রতিষ্ঠান সফলভাবে চট্টগ্রাম ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনা করছে। প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড হবে চট্টগ্রাম ইপিজেডের বাইরে তাদের প্রথম শিল্প প্রতিষ্ঠান।
এ লক্ষ্যে সম্প্রতি ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সাথে চুক্তি সই করেছে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ১ কোটি ২৫ লাখ পিস লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ পিস নারী/পুরুষের ফর্মাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ পিস ছেলে ও মেয়ের ক্যাজুয়াল ড্রেস তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৭৯৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ.ন.ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

৪০ Views
CATEGORIES
Share This

COMMENTS