বিরামপুরের মির্জাপুর মন্ডপ মোড়ে নৌকা মার্কার অফিস উদ্বোধন
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি- আগামী ৭ জানুয়ারি ২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী শিবলী সাদিক এর নির্বাচনি প্রচারণার অফিস উদ্বোধন করা হয়েছে।
২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মির্জাপুর মন্ডপ মোড়ে নির্বাচনি প্রচারণার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র আজাদ আবুল কালাম বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শীবেষ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলি, পৌর যুবলীগের সাবেক নেতা সাহেদ আলী সরকার, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
পৌরমেয়র তাঁর বক্তব্যর মধ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের রূপকল্প ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে এমপি শিবলী সাদিক কে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে ৭ তারিখে বিজয়ী করার জন্য এলাকাবাসীর নিকট ভোট প্রার্থনা করেন।
৩৭ Views