প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ
মুস্তাফিজের নতুন নাম ‘মুজ’

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: গতকাল অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। প্রথমবারের মত চেন্নাইয়ে ডাক পেলেন ফিজ।
মুস্তাফিজকে দলে নিয়ে উচ্ছসিত চেন্নাই। এতটাই উচ্ছসিত যে, মুস্তাফিজের নতুন নামও দিয়েছে চেন্নাই। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মুস্তাফিজের ছবি দিয়ে ‘মুজ’ নামে সম্বোধন করেছে চেন্নাই। মুস্তাফিজের নামের প্রথম অংশ ও শেষ অংশ নিয়ে ‘মুজ’ সম্বোধন করেছে চেন্নাই।
মুস্তাফিজের ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান।’
মুস্তাফিজকে নিয়ে আরও একটি পোস্ট দিয়েছে চেন্নাই। ফিজের বোলিং রান আপের দৌড়ের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট!’ সাথে বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর’।
আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। ২০২২ সালের আসরে ৮ ম্যাচে ৮ উইকেট এবং ২০২৩ সালের আসরে মাত্র দুই ম্যাচ খেলে ১টি উইকেট পান তিনি। ২০২৪ সালের নিলামের জন্য ফিজকে ছেড়ে দিয়েছিলো দিল্লি।
দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। সব মিলিয়ে আইপিএলের ৬ আসরে ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.