বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে : ইসরায়েল ও হামাস

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে : ইসরায়েল ও হামাস

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ইসরায়েল ও হামাস বৃহস্পতিবার বলেছে, তাদের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা এমন কথা বলে। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তির বিষয় স্পষ্ট করে কিছু বলা হয়নি। খবর এএফপি’র।
গ্রিনিচ মান সময় ০৫০০টায় যুদ্ধবিরতি পালন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।’ তবে কত দিনের জন্য বাড়ানো হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
তারা আরো জানায়, ‘মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যেতে শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।’
এদিকে বিস্তারিত উল্লেখ না করে হামাস বলেছে, ‘সপ্তম দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তি হয়েছে।’
যুদ্ধবিরতি আলোচনার নের্তৃত্ব দেওয়া দেশ কাতার শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, আরো জিম্মি মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় আরো সাহায্যে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য যুদ্ধবিরতি বাড়ানোর চাপ ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য বুধাবার রাতে ইসরায়েলে যান।

২৮ Views
CATEGORIES
Share This

COMMENTS