
বিরামপুরে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মোরশেদ মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ২০২৩-২৪ বছরের আমন সংগ্রহের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভুমি ) মুরাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমূখ। এসময় সাথে ছিলেন, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা, জিএম হাসকিং মিলের স্বত্বাধিকারী আবু আসলাম বাবু, মিলার রবিউল ইসলাম, আঃ ওয়াহেদ চৌধুরী ও অন্যান্য মিলারবৃন্দ। চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার বলেন, এবার ৩০টাকা কেজি দরে ৬৪২ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১হাজার ৭৪৯ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।
৫২ Views