প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
তৃতীয় দফা অবরোধকালে রাজধানীতে ৫টি বাসে অগ্নিসংযোগ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে রাজধানীর পাঁচটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ৫টি বাসে অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। রাজধানীর হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমন্ডিতে ৫টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, এছাড়া অবরোধ চলাকালে তাঁতীবাজার মোড় সদরঘাট এলাকায় আকাশ পরিবহনের একটি বাস, বনানী কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাস, ধানমন্ডি ঝিগাতলায় রমজান পরিবহনের একটি বাস, ঢাকার হাজারীবাগ বেরিবাধ এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাস এবং মিরপুর ১৩ এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসসহ মোট ৫টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.