প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ১২:০৮ অপরাহ্ণ
বিরামপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের কর্তৃক প্রদত্ত উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয়ের সার্বিক সহযোগিতায় খরিব মৌসুমে ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষীদের মাঝে সরিষাবীজ ও সার বিতরণ হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো, কাউসার হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা উপকৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, অত্র উপজেলায় একটি পৌরসভাসহ ৭টি ইপনিয়নে ভোজ্য তেলের চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের কর্তৃক প্রদত্ত উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয়ের সার্বিক সহযোগিতায় খরিব মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ৭'শ জন চাষীর মাঝে প্রত্েযক জনকে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.