প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ৩:০৯ অপরাহ্ণ
দিনাজপুরে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক পিপিএম

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে রবিবার (২২অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর সদরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক পিপিএম।
দূর্গা মন্দির পরিদর্শনকালীন শহরের নিমতলা দূর্গা মন্দিরে অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও নিমতলা মন্দির কমিটির সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সিফাত ই রাব্বান, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর আদর্শ কলেজের সাবেক শিক্ষক পরিমল চক্রবর্তী তপন, নিমতলা দূর্গা পূজা কমিটির সভাপতি কমল কুমার দত্ত, সাধারন সাধারন সম্পাদক তাপস দাস, নিমতলা মন্দির কমিটির সদস্য শুভ ঘোষ, সুবীর চক্রবর্তী, রাজু বিশ্বাস, যুবলীগ ৩নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক সুব্রত বক্সী টুন্নুসহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.