প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ
হিন্দুদের পূজামন্ডপ, বাড়িঘরে পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের নির্দেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): দুর্গাপূজা চলাকালে হিন্দুদের পূজামন্ডপ, বাড়িঘরের পাহারা দিতে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি আজ সকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের কাছে দলীয় এই নির্দেশনা দেন।
কুমিল্লার সহিংসতার ঘটনাটি দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠিনক ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবর।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.