
বিরামপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেছেন ইউএনও নুজহাত তাসনীম আওন

স্টাফ রিপোটার : দিনাজপুরের বিরামপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান/২০২৩ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
১৭ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিরামপুর,দিনাজপুর আয়োজিত উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ফিরোজ আহম্মদ এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে মতবিনিময় করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু বক্কর সিদ্দীক,উপ-সহকারী কৃষি অফিসার মাহাবুব রহমান, সুজন ইসলাম, মাইনুল ইসলাম, মশিউর রহমান, শুক তারা পারভীন, বিরামপুর প্রেস ক্লাব সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, কৃষক আতিয়ার রহমান, জহুরুল হক, মনিরুল ইসলাম প্রমুখ।।
১০৯ Views