সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে এমপি শিবলী সাদিকের উঠান বৈঠক অনুষ্ঠিত : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান

বিরামপুরে এমপি শিবলী সাদিকের উঠান বৈঠক অনুষ্ঠিত : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান

স্টাফ রিপোটার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনমত গঠনে এমপি শিবলী সাদিক উঠান বৈঠক করেছেন। ১৬ অক্টোবর (সোমবার) বিকেলে পলিপ্রয়াগপুর ইউনিয়নের আয়োজনে কামারপাড়ায় উঠান বৈঠকটি হয়েছে। ইউপি চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শিবলী সাদিক। অন্যান্য মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা নাড়ুগোপাল কুন্ডু, ইউপি সদস্য শ্যামল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, আবু মুছা, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার ও মোশফিকুর রহমান, বিনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এমপি শিবলী সাদিক বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নিবাচনে  প্রধানন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন করতে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মাকায় সকলকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি জানান ১০ শতকের কম যাদের জমি আছে বাড়ী নেই, তাদের প্রত্যেককে বাড়ী করে দেওয়া হবে। রাস্তা-ঘাট সহ সাবিক উন্নয়ন অব্যাহত রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মাকায় ভোট দিতে হবে। তিনি স্থানীয় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

১২৩ Views
CATEGORIES
Share This