প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
বিরামপুরে দুর্গা পুজাকে শান্তিময় করতে উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত গৃহিত

স্টাফ রিপোটার : বিরামপুরে ১১ অক্টোবর (বুধবার) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। এবারের আলোচনার প্রধান বিষয় ছিল শারদীয় দুর্গা পূজাকে শান্তিপূর্ন করা। আলোচনায় অংশ নেন; বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, আওয়ামীলীগ নেতা শিবেশ কুন্ডু ও আব্দুর রাজ্জাক মাস্টার, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, জোতবানী আ: রাজ্জাক, দিওড় ইউপিচেয়ারম্যান আ: মালেক মন্ডল , উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: খালেক, বিজিবির প্রতিনিধিদ্বয়।
সভায় শারদীয় দূর্জা উৎসব শান্তিপূর্ন ও আনন্দময় করতে প্রতিটি মন্দির কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক টিম গঠনের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়। পাশাপাশি পুলিশ, আনছার ও গ্রামপুলিশ প্রতিটি মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। সীমান্ত এলাকায় বিজিবি সহযোগিতা করবে, নজরদারী আরও বাড়াবে।
বিরামপুর উপজেলায় এবারে ৪২ মন্দিরই এমপি শিবলী সাদিকের দেয়া সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারীতে থাকবে, নিশ্চিত করেছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.