শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট:  বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় এলাকা থেকে অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অসুস্থ্য ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অজ্ঞাত অসুস্থ্য ওই ব্যক্তির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে শরীরের চামড়া উঠে গেছে।
এদিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ পুলিশের একটি দল হাসপাতালে যান। সেখানে ওই ব্যক্তির খোজ-খবর নেন।
ওই ব্যক্তির শারিরিক অবস্থা খারাপ থাকায় তার পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান। তিনি খালি গা ও তার পরনে লুঙ্গি ছিল।
এদিকে, অসুস্থ্য ওই ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়ার সময় তিনি সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

৬০ Views
CATEGORIES
Share This