প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
গাজায় ৫শ’রও বেশি হামাস স্থাপনায় ইসরাইলের হামলা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ইসরাইল গাজায় গত রাতে হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, রাতভর ইসরাইলি বাহিনী গাজায় হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে কামানের গোলা নিক্ষেপ করেছে।
সকালেও হামলা অব্যাহত ছিল। গাজা থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
ইসরাইল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য রাহি মুশতাহার বাড়িসহ বেশ কিছু উচুঁ ভবন গুঁড়িয়ে দিয়েছে।
এছাড়া ইসরাইল হামাসের দ’ুটি ‘অপারেশনাল এসেটস’ ধবংস করেছে। এর একটির অবস্থান ছিল মসজিদে। ইসলামিক জিহাদের একটি স্থাপানাতেও হামলা চালানো হয়েছে।
হামাস শনিবার আকস্মিকভাবে ইসরাইলে সর্বাত্মক হামলা চালায়। এর পরপরই ইসরাইল গাজায় নির্বিচারে গোলা বর্ষণ শুরু করে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.