বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা) : শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দেশজুড়ে লাইফস্টাইল, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, অনলাইন শপ, রেস্টুরেন্টসহ হাজারেরও বেশী নামিদামি ব্র্যান্ডের আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আজ অক্টোবর থেকে এই অফার চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত
কেনাকাটা বা খাওয়া দাওয়া করে বিকাশ পেমেন্ট করলেই একজন গ্রাহক দিনে ২০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে অফারটি পেতে পারেন গ্রাহকরা এই অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/puja-shopping লিংকে
এছাড়া, গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপেরঅফারঅংশে গিয়ে পূজার কেনাকাটায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ চলমান সব অফারগুলো সম্পর্কে জানতে পারবেন গ্রাহক চাইলেবিকাশ ম্যাপথেকেমার্চেন্টঅপশনে গিয়ে অফার বাটনে ক্লিক করে তার আশেপাশের যে আউটলেটগুলোতে অফার চলছে সেগুলোর লোকেশনসহ বিস্তারিত দেখে নিতে পারবেন
বিকাশ অ্যাপের মাধ্যমে হোমস্ক্রিনেরমেক পেমেন্টআইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর দিয়ে অথবা সরাসরি কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা পেমেন্ট করতে পারছেন

৩২ Views
CATEGORIES
Share This

COMMENTS