শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের প্রোপার্টি ডেভেলপার এভারগ্র্যান্ডের প্রধানকে আটক রেখেছে পুলিশ

চীনের প্রোপার্টি ডেভেলপার এভারগ্র্যান্ডের প্রধানকে আটক রেখেছে পুলিশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: চীনের প্রোপার্টি ডেভেলোপার কোম্পানি এভারগ্র্যান্ডের ধনকুবের প্রধানকে পুলিশ আটক রেখেছে। এদিকে ঋণে জর্জরিত কোম্পানিটি কঠিন আর্থিক সমস্যায় ভুগছে। বুধবার ব্লুমবার্গ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানায়, এ মাসের গোড়ার দিকে কর্তৃপক্ষ জু জিয়াইনকে নিয়ে গিয়েছিল এবং এখন তাকে আটক রাখা হয়েছে।
খবরে বলা হয়, জিয়াইনকে ‘আবাসিক নজরদারির’ আওতায় রাখা হয়েছে। এর মানে এই নয় যে তাকে গ্রেফতার করা হয়েছে বা অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এভারগ্র্যান্ডের বিশাল অংকের ঋণ দেশের প্রোপার্টির বাজার সংকটকে আরো চরমের দিকে নিয়ে গেছে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।

৩৩ Views
CATEGORIES
Share This

COMMENTS