প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ
বেজার সঙ্গে ছয় প্রতিষ্ঠানের জমি ইজারা চুক্তি সই

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি ইজারা চুক্তি সই করেছে ছয় ম্যানুফেকচারিং প্রতিষ্ঠান। লিনডে বাংলাদেশ লিমিটেড, মাস্টার র্যাক এন্ড ফার্নিচার, সঞ্জনা ফেব্রিক্স লিমিটেড, ওএমসি লিমিটেড, এসএফএল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড এবং কিনবো ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে।
বুধবার রাজধানীর আগারগাঁও বেজা সদর দপ্তরে চুক্তি সই হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিনিয়োগকারি প্রতিষ্ঠান ও বেজার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে লিনডে বাংলাদেশ লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫ একর জমিতে অক্সিজেন ম্যানুফেকচারিং প্ল্যান্ট স্থাপন করবে, যে খাতটি এই শিল্প নগরে নতুন। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। একই শিল্পনগরে মাস্টার র্যাক এন্ড ফার্নিচার ৩ একর জমিতে শিল্প কারখানার জন্য উপযুক্ত র্যাক ও অন্যান্য আসবাব উৎপাদন শিল্প স্থাপন করবে। তাঁরা এখানে ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ৮০০ মানুষের কর্মসংস্থান হবে আশা করছে।
সঞ্জনা ফেব্রিক্স লিমিটেড সাবরং ট্যুরিজম পার্কে ৩ একর জমিতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে হোটেল ও রিসোর্ট গড়ে তুলবে। এছাড়া একই পর্যটন এলাকায় ওএমসি লিমিটেড ২ একর জমিতে ৭ মিলিয়ন ডলার বিনিয়োগে আরেকটি হোটেল ও রিসোর্ট করবে।
এদিকে, এসএফএল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড সাবরং ট্যুরিজম পার্কে ৬ একর জমিতে ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগে হোটেল ও রিসোর্ট স্থাপন করবে। অন্যদিকে কিনবো ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ২ একর জমিতে ২ মিলিয়ন ডলার বিনিয়োগে কিচেন এ্যাপ্লায়েন্স শিল্প কারখানা স্থাপন করবে।
অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন সকল বিনিয়োগকারীকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বেজার সাথে এসকল বিনিয়োগকারির যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি পণ্যের বৈচিত্র্য সাধন হবে।
তিনি বিনিয়োগকারিদের জানান, অর্থনৈতিক অঞ্চলসমূহে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু বেজা সকল সরকারি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে। তিনি বলেন, সিইটিপি স্থাপন করে অর্থনৈতিক অঞ্চলসমূহে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে বেজা বিভিন্ন উন্নয়ন অংশীদারের সাথে কাজ করছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.