
প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে আলিমের জোড়া গোলে রাজশাহী বিজয়ী

স্টাফ রিপোটার : দিনাজপুরে আবু তৈয়ব আলী দুলাল প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ৫ম খেলায় আলিমের জোড়া গোলে গাউসেস ভেঞ্চার মালদাহ্পট্টি কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কিশোর ফুটবল একাডেমী রাজশাহী । শাপলা যুব ও ক্রীড়া সংঘ এর আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় টুর্নামেন্টের ৫ম খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হানিফ দিলন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সদস্য সচিব এস এম রাফায়েত হোসেন রাফু, দিনাজপুর জেলা দলের সাবেক ফুটবল খেলোয়ার আবু তাহের,শহিদুল ইসলাম সেন্টু, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, শাপলা যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, উপশহর ৫ নং সমাজ কল্যান সমিতির সভাপতি আফতাব আলম বাবু, সালিকীন রানা প্রমুখ।
গাউসেস ভেঞ্চার মালদাহ্পট্টি দলকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন কিশোর ফুটবল একাডেমী রাজশাহী । খেলাটি পরিচালনা করেন রেফারী ওবাইদুর রহমান সহকারি রেফারী সুজিত ও বিপ্লব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় জোড়া গোলদাতা রাজশাহীর আলিম। তাকে কমিটির পক্ষ থেকে এক হাজার টাকার প্রইজমানি দেওয়া হয়।
১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং বৃহস্পতিবার দাউদপুর ফুটবল একাডেমী নবাবগঞ্জ এর মুখোমুখি হবেন বালুবাড়ি একাদশ। টুর্নামেন্টটি সফল ভাবে সমাপ্তি করার লক্ষে সকলের সহযোগিতা ও সকলকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। খেলাটি সরাসরি শরীফ ভিডিও বীরগঞ্জের ফেসবুকে সরাসরি সম্প্রসারণ করা হয়।
১৭৪ Views