প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে পরাজিত হওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ।
এ ম্যাচ অভিষেক হচ্ছে শামীমের। বাংলাদেশের ১৪৪তম খেলোয়াড় ওয়ানডে হিসেবে অভিষেক হচ্ছে তার। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শামীমের। ১৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৫ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১০৯৩ রান আছে এই বাঁ-হাতি ব্যাটারের।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং আফগানদের জয় ৬টিতে।
আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এ ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে সাকিব-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি ও মুজিব উর রহমান।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.