প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ
বাংলাদেশকে আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলংকা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): শ্রীলংকা ২ বছর আগে একটি কারেন্সি সোয়াপ চুক্তির অধীনে বাংলাদেশের কাছ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের কিস্তি হিসেবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘শ্রীলংকা বৃহস্পতিবার (৩১ আগস্ট) আমাদের কাছে ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। এখন তারা বাকি ৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।’
দ্বীপ দেশটি সর্বশেষ পরিশোধ করা এই কিস্তিসহ মোট ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছে। শ্রীলংকা ১৭ আগস্ট প্রথম কিস্তি হিসাবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে।
বাংলাদেশ ২০২১ সালের আগস্টে শ্রীলংকাকে তার বৈদেশিক মুদ্রার সঙ্কট মেটাতে সাহায্য করার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.