প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৩, ২:১৩ অপরাহ্ণ
দিনাজপুরে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাত্তার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর থেকে : রোটারি ক্লাব অব দিনাজপুরের সাবেক প্রেসিডেন্ট, দিনাজপুর জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর এরিয়া দিনাজপুর এর সভাপতি রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার মুকুল সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। বিলম্বে প্রাপ্ত দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন ও সৈয়দ মোঃ আব্দুস সাত্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে জুম্মার নামাজ শেষে নিজ মটরসাইকেল যোগে দিনাজপুর শহরের মিশনরোডস্থ বাসভবনে আসার পথে বিরলের তেঁতুলতলা নামক স্থানে ছুটন্ত গরুর সাথে ধাক্কা খেয়ে দূর্ঘটনায় তিনি পতিত হন। খবর পেয়ে পরিবার ও রোটারী ক্লাবের সদস্যরা তাঁকে অত্যন্ত আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দূর্ঘটনায় তাঁর মাথার হেলমেট ভেঙে একাংশ ঢুকে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ছাড়াও একাধিক ভেইন ছিড়ে গেছে। এখন অবদি জ্ঞানহীন অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তারের ঘটনার দিন হতে অদ্যাবদি তার পাশে দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন এবং তার পরিবারকে আস্বস্থ করছেন। পরিবারের পক্ষ থেকে সৈয়দ মোঃ আব্দুস সাত্তারের সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.