বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে বিনিয়োগে চীনের আগ্রহ প্রকাশ

মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে বিনিয়োগে চীনের আগ্রহ প্রকাশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডটকম (ঢাকা):  চীন বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে  বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
আজ নৌপরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি’র সঙ্গে সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক বৈঠককালে এ আগ্রহের কথা জানানো হয়।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক যাতে আরও বেশি শক্তিশালী করা যায় সে বিষয়ে উভয় দেশ কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রকল্পগুলো চলমান রয়েছে। করোনাভাইরাস মহামারীর ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে চীন কোন ইন্টারফেয়ার করবে না। আগামীতে কারা দেশ পরিচালনা করবে, সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।

৩৫ Views
CATEGORIES
Share This

COMMENTS